মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে শহরের প্রানকেন্দ্রে অবস্থিত আবাসিক হোটেল থেকে ৮ জুয়াড়িকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৮ এপ্রিল) শ্রীমঙ্গল শহরের চৌমুহনাস্থ ইউনাইডেট আবাসিক হোটেল`র ৫ম তলার একটি রুমে জুয়া খেলা চলছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামা জব্দসহ জুয়াড়িদের আটক করা হয়।
আটককৃত জুয়াড়িরা হলো মৌলভীবাজারের বেকামড়ার মৃত কাফাত উল্লাহর ছেলে কুতুব মিয়া (৪৫), কদমহাটার আব্দুল মতিন`র ছেলে জনি আহম্মেদ (৩৪), গাছটিয়া এলাকার মৃত আছকর উদ্দিনের ছেলে সায়েদ আহম্মেদ (৫০), শাহবন্দর`র এলাছ মিয়ার ছেলে মো. টিপুল মিয়া (২৮), শ্রীমঙ্গল পূর্বাশা (রেল কলনি) বাচ্চু মিয়ার ছেলে মো. মোবারক মিয়া (২৭), কালাপুর ইউপির মাশিদ মিয়ার ছেলে শাহ আলম (৩০), উপজেলার সাইটুলা গ্রামের আব্দুল হামিদ`র ছেলে হেলন মিয়া (৩০) ও ভাগলপুরের আকবর মিয়ার ছেলে মো. সুমন (৩৭)।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা দায়েরের মাধ্যমে যথাযথ আইনি প্রক্রিয়ায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। জুয়া, মাদক, ও অবৈধ কার্যকলাপ বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।