লিমন সরকার, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভাষা শহীদের স্মরণে টি টুয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে পশ্চিম চৌরাস্তা ক্রীড়া একাদশের আয়োজনে পাইলট উচ্চ বিদ্যালয় (শান্তিবাগ) মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় ৩নং পৌর ওয়ার্ড একাদশকে হারিয়ে চাম্পিয়ন হয়েছে ৭নং হাজীপুর ইউনিয়ন একাদশ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন, ঠাকুরগাঁও- ৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহাম্মেদ, সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, পশ্চিম চৌরাস্তা ক্রীড়া একাদশের সভাপতি তানভির রহমান মিঠু প্রমূখ।

পরে চাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ঠ ব্যবসায়ী হাবিবুর রহমান নান্নু, আ’লীগ নেতা সবুর আলম, ফারুক হোসেন, এনামুল হক, রমজান আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমন মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি নূরনবী চঞ্চল সহ খেলোয়াড়, সাংবাদিক ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টিএমবি/এইচএসএস

Share.
Leave A Reply

Exit mobile version