দেওয়ান রানা, মদন প্রতিনিধি: নেত্রকোণা মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের সুজন বাজারে দোকানের পাশে থাকা খড়ের গাদায় এবং পরে দোকানে আগুন লেগে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
শনিবার (২৯ এপ্রিল) দুপুরে প্রথমে ফজু মিয়ার খড়ের গাদায় এবং পরে সানোয়ার মিয়ার মুদি দোকান পর্যন্ত আগুন ছড়িয়ে যায়। মদন ফায়ার স্টেশনের ২ টি ইউনিটের সর্বাত্মক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
ফজু মিয়া গোবিন্দশ্রী পশ্চিমপাড়া মৃত আঃ হামিদ তালুকদারের ছেলে। তার ভাই জানান, আগুনে পুড়ে ফজু মিয়ার আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
মদন ফায়ার স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আক্রামুল ইসলাম জানান, আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি বিড়ি বা সিগারেটের আগুন থেকে এই দুর্ঘটনার সূত্রপাত ঘটেছে।
টিএমবি/এইচএসএস