স্টাফ রিপোর্টার : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ের গণসংযোগ শুরু করেছে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর নেতা রেমন্ড আরেং। পবিত্র ঈদুর ফিতরকে কেন্দ্র করে নেত্রকোনা-১ আসন দুর্গাপুর-কলমাকান্দা’র বিভিন্ন হাট বাজারে শুভেচ্ছা বিনিময়সহ ত্যাগী নেতারদের সাথে কুশল বিনিময় করেছেন।
শনিবার (২৯ এপ্রিল) দিনব্যাপি সিধলী, নাজিরপুর ও লেঙ্গুরা এসব এলাকায় গণসংযোগ করেন তিনি।
রেমন্ড আরেং বলেন, বাংলাদেশ আ.লীগ একটি রাজনৈতিক ইতিহাসের দল। যে দলের প্রধান কান্ডারী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেত্রকোনা-১ আসনে তিনি যাকেই যোগ্য মনে করে নৌকা প্রতিক দিবেন। আমি আমার সমর্থকদের নিয়ে তারই নির্বাচন করবো। আমি আ.লীগের একজন কর্মী হিসেবে বর্তমান সরকারের উন্নয়ন, মাননীয় প্রধানমন্ত্রীর সফলতা ও রাস্তা-ঘাটসহ দেশের ব্যপক উন্নতির কথাগুলো আমার প্রিয় দুর্গাপুর ও কলমাকান্দা এলাকার মানুষের দ্বারে দ্বারে গিয়ে তুলে ধরছি। তারা যেন এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে, সকল দ্বিধাদন্ধ ভুলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করে তোলেন।
এ সময় অন্যদের মধ্যে যুবনেতা গোলাম ফাহমি ভুইয়া, পৌর কাউন্সিলর রাশিদ মড়ল, ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক অমিত আকঞ্জি, ছাত্রনেতা আনিসুজ্জামান রনি, সাফায়েত হাসান কায়েস, আ.লীগ নেতা বাচ্চু মিয়া, রমিজ উদ্দিনসহ আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।