যশোর জেলার অভয়নগর উপজেলার ভৈরব নদে ডুবে কিশোর শুভ দত্ত (১৪)-এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মৃত্যবরণকারী কিশোর শুভ উক্ত উপজেলার মহাকাল দত্তপাড়ার সুব্রত দত্তের ছেলে এবং স্থানীয় মহাকাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
আজ শুক্রবার (২৮ এপ্রিল) আনুমানিক সোয়া একটায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
মৃতের পারিবারের লোকজন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ছেলেটি মহাপ্রভুর নগর কীর্তন শেষে ভৈরব নদের মহাকাল খেয়াঘাটে স্নান করতে যেয়ে আর উঠতে পারেনি।
তাৎক্ষণিক খবর পেয়ে পরিবার ও স্থানীয়রা পানিতে খুঁজতে থাকে এবং সাথে সাথে নওয়াপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়।খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের (সাব অফিসার) মেজবাহূল ফকিরের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিয়ে ঘটনাস্থানে হাজির হন এবং লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে পরে খুলনা ডুবরী দলের প্রধান সাইদুল ইসলাম এর নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম ঘটনাস্থানে হাজির হয়ে আনুমানিক বিকাল চারটার দিকে নদী থেকে লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের (সাব অফিসার) মেজবাহুল ফকির ও ডুবরী দলের প্রধান সাইদুল ইসলাম লাশটিকে নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর তানভীর হোসেন তানুর উপস্থিতিতে পরিবারের হাতে হস্তান্তর করেন।
শুভর অকাল মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।