মোঃ আতাউর রহমান, লালপুর প্রতিনিধি: নাটোরে বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা করে কোটি টাকা আত্মসাৎকারী সোহরাব হোসেন সুমন (৩৩) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকালে সদর উপজেলার পন্ডিতগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহরাব হোসেন সুমন নাটোর জেলার লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ জানান, সোহরাব হোসেন সুমন গত বছরের ৬ নভেম্বর থেকে এখন পর্যন্ত বিভিন্ন সময়ে নাটোর সদরের পন্ডিতগ্রাম এলাকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে এক কোটি টাকা হাতিয়ে নেয়। বিদেশে পাঠানোর কথা বলে সুমন এই টাকাগুলো স্টেশনের বড়গাছা সোনালী ব্যাংক শাখা এবং ডাচ বাংলা ব্যাংকের শাখার মাধ্যমে গ্রহণ করে। কিন্তু মালয়েশিয়া যাওয়ার কথা বলে তাদের কাউকে কোনো ভিসা বা চাকরির নিয়োগপত্র দিতে পারেনি। প্রতারককে সন্দেহ হলে ভুক্তভোগী কয়েকজন সুমনকে পুনরায় টাকা দেবার কথা বলে পন্ডিতগ্রামে ডেকে নিয়ে আসে। পরে তাকে আটকে রেখে পুলিশে খবর দেয় ভুক্তভোগীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুমনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় সুমনের বিরুদ্ধে প্রতারণার দায়ে মামলা করেছেন মাহবুবুর রহমান দুদু নামে এক ভুক্তভোগী। মাহবুবুর রহমান দুদুর এজাহারের ভিত্তিতে সোহরাব হোসেন সুমনকে জিজ্ঞাসাবাদ করে তার স্বীকারোক্তির ভিত্তিতে তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।
টিএমবি/এইচএস