যশোর জেলার শার্শা উপজেলায় মাঠ থেকে ধান বাড়িতে আনার সময় আজিজুল ইসলাম (৩৫) নামে একজন কৃষক নিহত হয়েছেন।
নিহত আজিজুল উক্ত উপজেলার পাড়ের করা গ্রামের মৃত কামাল সরদার কিছুর ছেলে।
আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকালে পাড়ের কারা গ্রামের ঠ্যাংগামারী বিলের মাঠ থেকে ধান তোলার সময় এ কৃষকের মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, হঠাৎ করে মেঘ হয়ে বৃষ্টির সম্ভাবনা দেখা দেওয়ায় বৃষ্টির পানিতে যেন খেতের ধান নষ্ট না হয় সেজন্য কৃষক আজিজুল ইসলাম তার ভাইসহ আরও ৩/৪ জন ঠ্যাংগামারী বিলে নিজেদের জমির ধান গোছানোর সময় হঠাৎ বজ্রপাতে আজিজুল আহত হলে তার ভাই চিৎকার করে।চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় জোহরা মেডিকেল সেন্টার,বাগআঁচড়ায় নিয়ে যান।
উক্ত মেডিকেল সেন্টারে কর্মরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে আজিজুলকে মৃত ঘোষণা করেন।
জোহরা মেডিকেল সেন্টারের স্বত্বাধিকারী ডাঃ হাবিবুর রহমান হাবিব বলেন, হাসপাতালে নেওয়ার আগেই বজ্রপাতে কৃষক আজিজুল ইসলাম মারা যান।