ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরে জাহিদুল মিয়া নামে ১৪ বছরের কিশোরের লাশ উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ।
২৫ এপ্রিল (মঙ্গলবার) সকালে সুলতানপুর ইউনিয়নের নাসির মেম্বারের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগতশার গ্রামের মদিনা পাড়ার এলাইস মিয়ার ছেলে জাহিদুল মিয়া। অভাবের সংসারে কিছুটা আর্থিক যোগান দিতে চট্টগ্রামে দিনমজুরের কাজ করতো সে। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিল জাহিদুল।
স্বজনদের দাবী, ২৪ এপ্রিল সোমবার সন্ধ্যায় কে বা কারা বাড়িতে এসে জাহিদুলকে ডেকে নিয়ে যায়। জাহিদুল তার মাকে কিছুক্ষণের মধ্যে ফিরে আসার কথা বলে বের হয়।
অনেক রাত পর্যন্ত ফিরে না আসায় পরিবারের লোকজন চিন্তিত হয়ে পরে, অনেক খোঁজাখোঁজি করেও জাহিদুলের সন্ধ্যান পায়নি তারা।
পরদিন, ২৫ এপ্রিল (মঙ্গলবার) সকালে সুলতানপুর ইউনিয়নের নাসির মেম্বারের পুকুরে একটি বীভৎস লাশ ভেসে উঠতে দেখে এলাকাবাসী থানায় খবর দিলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে। পরবর্তীতে, জাহিদুলের পরিবার লাশটিকে জাহিদুলের বলে চিহ্নিত করে।
অজ্ঞাত ঘাতকরা নিহত জাহিদুলের গোপনাঙ্গ কেটে দিয়েছে। তারা জাহিদুলের গলা, বুক, পেট কেটে কলিজা এবং ভুড়ি বের করে দিয়েছে।
জাহিদুলের মা, বাবা এবং প্রতিবেশীরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে।