অনলাইন ডেস্ক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধান কাটাকে কেন্দ্র করে রুবেল মিয়া (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার রাত ১১টার দিকে দিকে জেলার নান্দাইল চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের জাটিয়া এলাকার মৃত নিয়াজ আলীর ছেলে আ. আলী (৬০) ও মৃত লাল মিয়ার ছেলে তাইজুল ইসলাম (৫৫)।
নিহত রুবেল মিয়া একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তরের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান- তিন মাস আগে রুবেল ও তার ভাই রাকিবুল, ছোবহান, হানিফ মিলে আ. আলী ও তাইজুল ইসলামের কাছ থেকে ১৫ শতাংশ জমি কিনেন। জমির মালিকানাপ্রাপ্ত হয়ে রুবেলসহ তার ভাইয়েরা ওই জমিতে বোরো ধান রোপণ করেন। গত রোববার সকালে আ. আলী ও তাইজুল ইসলামের হুকুমে বেশ কয়েকজন ধারালো রামদা, কাতরা, কিরিছ, লোহার রড ও লাঠিসোটা নিয়ে রুবেলদের চাষ করা জমির বোরো ধান কাটতে থাকে। এ সময় রুবেলসহ ও তার ভাইয়েরা বাধা দিলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে রুবেলসহ অন্যদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবেল।
আনোয়ার হোসেন আরও জানান-এ ঘটনার পরদিন বিকেলে নিহতের বড় ভাই আজিজুল হক বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে আ. আলী ও তাইজুল ইসলাকে গ্রেপ্তার করা হয়। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
টিএমবি/এইচএস