দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে ঈদের ছুটিতে বেড়াতে এসে তিনদিনে উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ৪১ জন। এতে অটোরিক্সা ও মোটরসাইকেলে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে এমনটাই জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসকগন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্গাপুর পর্যটন এলাকা হওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে পরিবার পরিজন নিয়ে অত্র এলাকায় আনন্দ করতে এসে এ দুর্ঘটনার স্বীকার হন তারা। এর মধ্যে মোটরসাইকেল আরোহী পাঁচ জনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
এ নিয়ে আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোহাম্মদ তানজিরুল ইসলাম বলেন, ঈদের ছুটিতে বেড়াতে এসে এ সকল দুর্ঘটনা ঘটেছে। হাসপাতালে আসা মাত্রই প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহতদের ময়মনসিংহে প্রেরণ করা হয়েছে। এছাড়া অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
তিএমবি/এইচএসএস