মোঃ আতাউর রহমান, লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস (পুসান ) মেধাবী মুখ মিলন মেলা ২০২৩ নর্থবেঙ্গল সুগার মিলস হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৩ এপ্রিল) সকাল সাড়ে দশটার সময় অনুষ্ঠান শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। জাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ ( লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড.সুলতান উল ইসলাম, নাটোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদর রহমান, লালপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা দেবাশিস বসাক, লালপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা উজ্জ্বল হোসেন, কল্লোল ফাউন্ডেশনের সভাপতি কোহেলি কুদ্দুস মুক্তি, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মর্তুজা লিলি, লাভলী ফাউন্ডেশনের সভাপতি সিলভিয়া পারভীন লেনি, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ সাগর, গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ বাবুল আকতার, শেখ আব্দুস সোবহান, জুবায়ের হোসেন লিখন প্রমুখ।
টিএমবি/এইচ