লিমন সরকার, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দস্তমপুর মতেপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি পরিবারের ৭টি ঘর নগদ অর্থসহ গবাদি পশু পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস সুত্রে জানাযায়, রবিবার দিবাগত গভীর রাতে পীরগঞ্জ উপজেলার দস্তমপুর মতেপাড়া গ্রামে গোয়াল ঘরে মশার কয়েল থেকে ভয়াবহ আগুনের সুত্রপাত হয়। মূহূর্ত্বের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে ৪টি পরিবারের ৭টি ঘর নগদ ১লাক্ষ টাকা ও ১টি গরু ৯টি ছাগল ২৭টি মুরগি পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় পরদিন জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে কাপর ও নগদ অর্থ বিতরণ করেন। পরে উপজেলা চেয়াম্যান আকতারু ইসলাম অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসমগ্রী, নগদ ১হাজার টাকা ও ১টি করে কম্বল বিতরন করেন।
টিএমবি/এইচএস