স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন,‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অব্যাহত রাখতে শেখ হাসিনা সময়ই কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বের ফলেই কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার হচ্ছে। কৃষকরা অধিক লাভবান হচ্ছে।’
সোমবার (২৪ এপ্রিল) সকালে নেত্রকোণা সদর উপজেলার বাংলা ইউনিয়নের কান্দুলিয়া গ্রামে বোরো ধানকাটা উৎসবের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
নেত্রকোনা সদর কৃষি বিভাগের আয়োজনে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে ধানকাটা উৎসব অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান ও সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার প্রমুখ।