স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়া বিভিন্ন আশ্রয়ন প্রকল্প ঘুরে ঘুরে সেখানকার বাসিন্দাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, সেমাই ও চিনি।
প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক সারোয়ার মুর্শেদ আকন্দ (জাস্টিস) এ সব ঈদ সামগ্রী বিতরন করেন।
ঈদের পরের দিন রবিবার (২৩ এপ্রিল) সকালের দিকে নেত্রকোনা সদর উপজেলার বাংলা ইউনিয়নে কান্দুলিয়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির এই নেতা।
এ সময় উপস্থিত ছিলেন সিংহের বাংলা ইউনিয়নের চেয়ারম্যান আলী আহসান সুমন, নেত্রকোনা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মিল্টন কান্তি করসহ সংশ্লিষ্ট ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীগের নেতৃবন্দ।
এর আগে ঈদের দিন বিকেলে সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের ধুলিগতী আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝেও ঈদ উপহার সামগ্রী বিতরন করেন স্বেচ্ছাসেবকলীগ নেতা জাস্টিস।
সে সময় লক্ষীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আজাহারুল হক তুহিন, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান ফারাস দীলিপ, জেলা স্বেচ্ছাসেবকলীগ ও স্থানীয় আ.লীগের নেতৃবন্দদেরকে সাথে নিয়ে আশ্রায়নের দুস্থদের মাঝে ঈদ সামগ্রী তুলে দেন তিনি।