আরিফুর রহমান, ঝালকাঠি।।
রাস্তায় মানুষের আধ-খাওয়া ছুড়ে ফেলা খাবার খেয়ে জীবন বাঁচে কুকুরগুলোর। কিংবা হোটেলের উচ্ছিষ্ট খাবার যখন ডাস্টবিনে যায় তখন তাদের পেটে খাবার পড়ে।
ঈদের দিন যখন অনেক দোকানপাট বন্ধ তখন পথের কুকুরগুলোর পাশে দাঁড়িয়েছেন ঝালকাঠির একদল মানবিক যুবক।
ঈদ আনন্দ ছেড়ে দিয়ে রাতেই খিচুড়ি রান্না করে বেরিয়ে পড়েন তারা। জানা গেছে, ঈদের দিন রাতে খিচুড়ি রান্না করে রাস্তায় নেমে আসেন ঝালকাঠির মানবিক যুবক অক্সিজেন ব্যাংকের পরিচালক আরিফুর রহমান রায়হান,যুবলীগ নেতা ছবির হোসেন, মেহেদী হাসান অনিম,আসাদুজ্জামান লাবিব। শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানো ৭০-৮০টি কুকুরের মুখে খাবার তুলে দেন তারা।
অক্সিজেন ব্যাংকের পরিচালক আরিফুর রহমান রায়হান বলেন, মানুষের মতো চারপাশের প্রাণীগুলোরও বাঁচার অধিকার আছে। এই পরিবেশের ভারসাম্য বজায় রাখে তারাও। ঈদের দিন খাবারের দোকানপাট অনেকটাই বন্ধ থাকে। এরজন্য খিচুড়ি রান্না করে কুকুরগুলোর মুখে তুলে দিয়েছি।