আরিফুর রহমান, ঝালকাঠি।।
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি ও ঝালকাঠি জেলা যুবলীগের পক্ষ থেকে চারশত পরিবারকে ঈদের খাদ্য সামগ্রী উপহার দিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান মিলন।
শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে শহরের ডাক্তারপট্টি সৈয়দ টাওয়ারে তিনি এ খাদ্য সামগ্রী উপহার দেন।
জানাগেছে, ঈদের খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে পোলাও চাল,সয়াবিন তেল,চিনি,সেমাই, দুধ,গরুর মাংস, মসলা।
যুবলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান মিলন জানান,আমার রাজনৈতিক অভিভাবক আমির হোসেন আমু এমপি মহোদয় ও ঝালকাঠি জেলা যুবলীগের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমার এ ক্ষুদ্র চেষ্টা। এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে ঈদের খাদ্য সামগ্রী পেয়ে সাধারণ মানুষেরা আনন্দ প্রকাশ করে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান