স্টাফ রিপোর্টার : পাচারকালে কিশোরগঞ্জের ভৈরব থেকে ৫৪ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প। শুক্রবার রাতে জেলার ভৈরব থানাধীন জগন্নাথপুর দক্ষিণপাড়াস্থ মৃত বাতেন মিয়ার ছেলে তোফাজ্জলের (২২) বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকেসহ অন্যান্যদের আটক করা হয়।
অন্যান্য আটকরা হলো- একই জেলার ভৈরব থানাধীন পঞ্চবাটি গ্রামের সুরোজ আলীর ছেলে শাহাদাত (২০) এবং আরেকজন নরসিংদীর রায়পুরা থানাধীন নারায়নপুর গ্রামের রুহুল আমিনের ছেলে সজীব আহমেদ (২০)।
এসব তথ্য নিশ্চিত করে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী জানান, ধৃত আসামিদের দখলে থাকা কস্টেপে মোড়ানো ২৭টি বান্ডিলের পাওয়া যায়। এসব মাদকসহ তাদের কাছ থেকে তিনটি মোবাইল ও নগদ দুই হাজার ৬০০ টাকা জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আসামিরা দীর্ঘদিন যাবত ব্রাহ্মনবাড়িয়ার সীমান্ত এলাকা হতে চোরাচালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিক্রির করার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।