দেওয়ান রানা, মদন প্রতিনিধি: মদন উপজেলার জাহাঙ্গীরপুর টি. আমিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ২০০৭ এস এস সি ব্যাচের প্রতি বছরের ন্যায় এবারও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সামাজিক জীব হিসেবে মানুষের পক্ষে সমাজে একা বসবাস করা সম্ভব নয়। নি:সঙ্গতা কাটানোর জন্য, বিপদে সহযোগিতা পাবার জন্য, সামগ্রিকভাবে সাহচর্য লাভের জন্য একজন বন্ধুর একান্ত প্রয়োজন। মানব জীবনের প্রতিটি মুহূর্তে একজন ভালো বন্ধুর খুব প্রয়োজন। কারণ একজন প্রকৃত বন্ধু জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্নার অংশীদার হয়। বন্ধু মানে কবিতার খাতা, বন্ধু মানে মস্ত আকাশ, আকাশ ভরা নীল। বন্ধু মানে উড়ন্ত আর দুরন্ত গাঙচিল। বন্ধু মানে ঝুম বৃষ্টি বন্ধু দখিনা হাওয়া। বন্ধু মানে অল্প খাবার দু’জন মিলে খাওয়া।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দেওয়ান আহসানুল করিম রানা সহ সভাপতি নেত্রকোণা জেলা ছাত্রলীগ, উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মো: কামরুজ্জামান শাওন, কম্পিউটার প্রকৌশলী মো: হুমায়ুন কবীর তালুকদার, উপজেলা সহকারী কৃষি অফিসার মো: শাকিল আহমেদ, পুটন, লিটন, সুজন, মাহফুজ, আলিমুল, রফিক, নাহিদ, সুজিত, বিমান রায়, আজহারুল, জুয়েল ও আরও অনেকে।
টিএমবি/এইচ