মোঃ আতাউর রহমান, লালপুর প্রতিনিধি: টোরের আব্দুরপুর রেলওয়ে জংশনে ঢাকাগামী স্পেশাল ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে ট্রেনে কাটা পড়ে রবিন (৪৫) নামে ব্যক্তি গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (২০এপ্রিল) বিকাল সোয়া ৩ টার দিকে আব্দুলপুর রেলওয়ে স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রবিন বগুড়ার শান্তাহার রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টার হিসেবে কর্মরত আছে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, চিলাহাটি থেকে ঢাকাগামী স্পেশাল ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে প্লাটফর্মের নিচে পড়ে যান রবিন। ফলে ট্রেনে কাটা পড়ে তার পা বিছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দীন দুর্ঘটনার কথা নিশ্চিত করেন।
এইচএসএস