মৌলভীবাজার জেলা অটো টেম্পু,মিশুক,সিএনজি, শ্রমিক ইউনিয়ন রেজিঃনং ২৩৫৯ এর অন্তর্ভূক্ত কমলগঞ্জ থানা শাখার আওতাধীন ভানুগাছ চৌমুহনী সিএনজি(অটোরিকশা)চালক গ্রুপ কমিটির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(২০ এপ্রিল) দুপুরে ভানুগাছ চৌমুহনী সিএনজি(অটোরিকশা)চালক গ্রুপ কমিটির কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চালকদের মাঝে নগদ অর্থ তুলে দেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী। ভানুগাছ চৌমুহনী সিএনজি(অটোরিকশা)চালক গ্রুপ কমিটির সভাপতি বেলাল আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.সেলিম আহমেদ এর সঞ্চালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রুপ কমিটির সহ-সভাপতি মো.আব্দুর রশিদ,সাবেক সম্পাদক মো. শওকত আলী,যুগ্ম-সম্পাদক আছিম আলী,সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া,অর্থ সম্পাদক মো. হারুন মিয়া প্রমূখ।
এসময় তিনশত চালকদের মধ্যে নগদ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বিতরণ করা হয়।