স্বীকৃতি বিশ্বাস, যশোর: যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৪০ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবলু রহমান (৪৬) ও মকসেদুর রহমান রাসেল (৪৫)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত বাবুল ঝিনাইদহ জেলার মহেশপুর থানার লেবুতলা গ্রামের মৃত রমজান আলীর ছেলে ও রাসেল যশোর জেলার কোতোয়ালি মডেল থানার কারবালা এলাকার মৃত আঃ রহমানের ছেলে।
আজ বুধবার (১৯ এপ্রিল) বিকাল আনুমানিক সোয়া দুটোয় যশোর শহরের খোলাডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ আসামিদের গ্রেফতার করা হয়।
ঘটনার বিবরণ অনুযায়ী ডিবি যশোরের এসআই রাজেশ কুমার দাস, এসআই আরিফুল ইসলাম, এএসআই নির্মল কুমার ঘোষের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কোতয়ালী মডেল থানার আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা ০৫নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে ৪০ বোতল ফেনসিডিলসহ আসামি বাবুল ও রাসেলকে গ্রেফতার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য অনুমান ১,২০,০০০/= (এক লক্ষ বিশ হাজার) টাকা।
এ সংক্রান্ত বিষয়ে এসআই রাজেশ কুমার দাস বলেন,সারাদেশের ন্যায় যশোরেও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আজকের এ অভিযান। এ সংক্রান্ত বিষয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।
টিএমবি/এইচএসএস