স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নেত্রকোনার পূর্বধলায় প্রতিবন্ধীসহ দুই হাজার নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, পাঞ্জাবি ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন যুবলীগ নেতা মাজহারুল ইসলাম সোহেল।
বুধবার (১৯ এপ্রিল) সকালে পূর্বধলার জুবলী গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবলীগ যুবলীগ নেতা মাজহারুল ইসলাম সোহেল।
এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সাধ্য অনুযায়ী ঈদ উপহার সামগ্রী বিতরণ করছি। প্রধানমন্ত্রীর প্রতিটি নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি। আমরা জানি তার বিচক্ষণ নেতৃত্বের ফলেই বাংলাদেশ দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। তিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই দেশের মানুষ শান্তিতে আছে। তাই আগামীতেও নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে জননেত্রী দেশরত্ন হাসিনাকে সমর্থন দিয়ে রাষ্ট্রক্ষমতায় পাঠাতে হবে।
এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ নেতা মানিক মিয়া, শ্রমিক লীগ নেতা মো. জসিম উদ্দিন, সেচ্ছাসেবকলীগ নেতা শেখ এরশাদ আহমেদ ও উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের আহবায়ক শাহিন আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।