স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছে শিশুদের সংগঠন ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের (এনসিটিএফ) সদস্যরা।
বুধবার (১৯ এপ্রিল) দুপুরে নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শিশুদের হাতে ঈদের নতুন জামা তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কাশেম মো. জহুরুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র প্রমুখ।
এনসিটিএফের সভাপতি গাজী মিথিলা ও এনসিটিএফের সাধারণ সম্পাদক মাহফুজ বিশ্বাস জানান, সুবিধা বঞ্চিত শতাধিক শিশুকে ঈদ উপহার হিসেবে নতুন জামা দেয়া হয়েছে। সমাজের বিত্তশালী মানুষ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের দেয়া অনুদানের টাকায় এসব নতুন জামা কিনে শিশুদের মাঝে দেওয়া হয়েছে।