গত ১৪ এপ্রিল রাতে জেলা শহরে ধর্মীয় উৎসব সাংগ্রাই উদযাপন হয়। এসময় পিঠা উৎসবে রাত তিনটার দিকে ইউপিডিএফ সংস্কার এর নেতা পুলু মং মার্মাস, জয় বাবু তংচংঙ্গ্যাসহ অজ্ঞাত ব্যাক্তিরা মাতাল অবস্থায় উজানী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তার উপর দলবদ্ধ হয়ে উৎসবে আসা লোকজনের উপর উশৃংখল আচরন করে। এই ব্যাপারে তাদের নিষেধ করলেও তারা উৎসবে আসা স্থানীয়দের অকথ্য ভাষায় গালিগালাচ করে। এর প্রতিবাদ করলে পাশের সমিল থেকে গাছ এনে কয়েকজনের উপর হামলা করে। পরে স্থানীয় থুইমে চিং মার্মাসহ কয়েক নারীর জামা কাপড় ছিড়ে শ্লীলতাহানী করে, এসময় স্থানীয়রা চিৎকার করলে তারা উৎসব আয়োজকদের প্রাননাশের হুমকি দেয়। এসময় চিংশৈ মার্মা, সুজন মার্মা, উটিং নু মার্মা আহত হলে রাতেই আতংকে উৎসব বন্ধ হয়ে যায়।
আরো জানা গেছে, এই ঘটনায় মঙ্গলবার ইউপিডিএফ সংস্কারের নেতা জয় বাবু তংচঙ্গ্যা, পুলু মং মার্মাসহ অজ্ঞাত ১০জনকে আসামী করে ম্য খ্যাইং প্রু মার্মা নামে এক ভুক্তভোগী নারী বান্দরবান সদর থানায় মামলা (নং-১২) দায়ের করে।
অন্যদিকে এসব ঘটনার প্রতিকার চেয়ে জেলা শহরের উজানী ও মধ্যমপাড়ায় বসবাসরত ১৬৬ জন স্থানীয় আদিবাসী স্বাক্ষরিত একটি স্বারকলিপি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক, ব্রিগেড কমান্ডার ( ৬৯ ব্রিগেড) ও পুলিশ সুপারের কাছে প্রদান করেছে।
এই ব্যাপারে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, এখানে পাড়ার ভেতর আসছে সন্ত্রাসীরা। পাড়ায় কেউ ঘুম যেতে পারছেনা হুমকি দিচ্ছে, সামাজিক অনুষ্ঠান করতে পারছেনা, ধর্মীয় অনুষ্ঠান করতে পারছেনা, কেন এসব হচ্ছে বান্দরবানে। এদের প্রতিরোধ করতে যুব সমাজকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শহীদুল ইসলাম বলেন, উৎসবে হামলার ঘটনায় মামলা হয়েছে, অপরাধীদের বিরুদ্ধে আইনগত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।