তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

সারাদেশ যখন তাপপ্রবাহে পুড়ছে তেমনি মৌলভীবাজারে ও বিপরীত নয়। খড়তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তার মধ্যে একটু শান্তির ছোঁয়া অদ্য মঙ্গলবার (১৯ এপ্রিল) দিবাগত রাত দেড়টায় দিকে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে বৃষ্টি শুরু হয়।

বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও ঝড় হয়েছে। এতে কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী মো. আনিসুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, সিলেটে বৃষ্টির পর পর এদিকে বৃষ্টি হয়। আমরা আগে থেকেই বৃষ্টির আভাস দিয়েছিলাম। গত কয়েকদিন ৩৮ থেকে ৩৯ ডিগ্রি তাপমাত্রা নিয়মিত ছিল। বৃষ্টি হলে তা কমে আসবে।

প্রসঙ্গত, সোমবার সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল দেশের তিন বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। বিভাগগুলো হলো- বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। এর মধ্যে সিলেটের কিছু এলাকায় বৃষ্টি হয়। এর একদিন পর মৌলভীবাজারে বৃষ্টি হলো। জেলাবাসী আশায় বুক বেঁধে ছিল একটু প্রশান্তি মিলবে বৃষ্টির জন্য, কিন্তু খুব বেশি সময় স্থায়ী হয়নি বৃষ্টি।

Share.
Leave A Reply

Exit mobile version