নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়।
আজ সকাল ১০ ঘটিকার সময় কবির হাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র জহিরুল হক রায়হানের মাধ্যমে মানুষের মাঝে ঈদ উপহার গুলো পৌছানোর ব্যবস্থা করা হয়।
কবির হাট পৌরসভার মেয়র বলেন, সরকারের দেওয়া ঈদ উপলক্ষে গরিব অসহায় মানুষের জন্য সাড়ে ছয় হাজার পরিবারের ১০ কেজি করে চাল আজ আমি মানুষের ঘরে পৌঁছানোর ব্যবস্থা করেছি, কারণ এই চাউলের জন্য অনেক দূর থেকে এবং রোজার মধ্যে কষ্ট করে আসতে হবে, তাই আমি নিজের অর্থায়নে ৯টি ওয়ার্ডের সাধারণ মানুষের ঘরে এই উপহার গুলো পৌঁছে দিচ্ছি। এই সিস্টেমটা আমি করোনাকালীন সময় থেকে চালু করেছে।
এই সময় উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা, কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ছাত্রলীগ যুবলীগ সহ প্রমুখ
টিএমবি/এইচএসএস