লিমন সরকার, প্রতিনিধি দ্যা মেইল বিডি: সারাদেশে চতুর্থ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পীরগঞ্জ সহ সারাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ উপলক্ষে পীরগঞ্জ মডেল মসজিদের হলরুম ইসলামী ফাউন্ডেশন ও গণপূর্ত বিভাগ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও- ৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও প্রাক্তন এমপি ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক মফিজুল হক,পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ রাজনীতিবিদ, শিক্ষক ও সাধারণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।
দ্যা মেইল বিডি/এইচএসএস