জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস- উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এক আলোচনা সভা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর ছিদ্দিক মন্ডলের সভাপতিত্বে পৌর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত মুজিবনগর দিবসের আলোচনা বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, পৌর আওয়ামীলীগের সভাপতি এস কে আব্দুল হক, যুগ্ম সম্পাদক দেওয়ান সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মহির উদ্দিন মন্ডল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর আরিফ রাব্বানী ইস্তি, সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলাম লেবু৷ মাসুদ পারভজ রানা সহ আরো অনেকে।