সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদুৎ, গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও আওয়ামী লীগের দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে বংশীকুন্ডা (দ:) ইউনিয়ন বিএনপি। রবিবার বেলা ৩টার দিকে উপজেলার বংশীকুন্ডা বাজারে এই কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী অংশ নেন।
কর্মসূচিতে বংশীকুন্ডা (দ:) ইউনিয়ন বিএনপি সভাপতি শাহেবুর আলম সভাপতিত্ব করেন। কর্মসূচি পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইনামুল গনি রুবেল, প্রধান সমন্বয়ক ও লিম লিডার হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য মো: কামাল হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, মধ্যনগর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহিদ মিয়া, ,বংশীকুন্ডা ইউনিয়ন বি এন পির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন,সহ-সাংগঠনিক সায়েম মিয়া, বংশীকুন্ডা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাহেবুর মিয়া, বংশীকুন্ডা ইউনিয়ন বাস্তুহারা দলের সভাপতি এনামুল হক মৌলভী,১নং ওয়ার্ড বি এন পির সভাপতি ফকর মিয়া,২নং ওয়ার্ড বি এন পির সাধারণ সম্পাদক দেওয়ান আলী, ২নং ওয়ার্ড বি এন পির সাংগঠনিক সম্পাদক নুর মিয়া, বংশীকুন্ডা ইউনিয়ন যুবদলের সভাপতি এনামুল হক শান্ত,বংশীকুন্ডা ইউনিয়ন যুবদল নেতা সাইকুল মিয়া,বংশীকুন্ডা ইউনিয়ন যুবদল নেতা কিরন মিয়া,যুবদল নেতা হাসিবুল আলম,রাসেল মিয়া,মধ্যনগর সদর ইউনিয়ন ছাত্র দলের সহ-সভাপতি মেহেদী হাসান মুক্ত তালুকদার, বংশীকুন্ডা ইউনিয়ন ছাত্র দল নেতা নাঈম মিয়াসহ বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শত নেতা-কর্মী।
অবস্থান কর্মসূচিতে বক্তারা সরকারের কঠোর সমালোচনা করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সহ ১০ দফা দাবি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করে।