নেত্রকোনার দুর্গাপুরে বালুর ড্রেজার মালিকদের হামলায় আহত সুরুজ আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নিহত বৃদ্ধের নাতি মোহাম্মদ নাঈম মিয়া। নিহত সুরুজ আলী উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে।
এ ঘটনায় গত ৬ এপ্রিল ১০ জনকে অভিযুক্ত করে অজ্ঞাত আরো ৫/৭ জনের বিরুদ্ধে দুগার্পুর থানায় একটি অভিযোগ দায়ের করেন বড়ইকান্দি গ্রামের দেলোয়ার হোসেন খোকন। অভিযুক্তরা হলেন দুর্গাপুর সদর ইউনিয়নের আগাঢ়পাড়া গ্রামের মো. রব মিয়া (৫৫), মাসুম মিয়া (২৬), জুয়েল মিয়া (৩০), শাহজাহান মিয়া (২৭), বাবুল মিয়া (৫৮), সোহান মিয়া সোহেল (২৬), সুলতান মিয়া (৩০), আঃ সাওার (২৮), নওশাদ (৪০), কামরুল ইসলাম (২৯)।
অভিযোগ সূত্রে জানা গেছে, নদীর পাড় ঘেষে ওই এলাকার কতিপয় বালু ব্যবসায়ি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলো। ফলে ওই এলাকার নদী পাড়ের বসবাসরত সাধারণ মানুষ দীর্ঘদিন যাবত ব্যাপক সমস্যার সম্মুখীন হয়ে আসছিলো। এ নিয়ে প্রতিবাদ করলে গত ৪ এপ্রিল রাতে বালু ব্যবসায়ীদের সাথে তাদের তর্ক বিতর্ক হয়। একপর্যায়ে ব্যবসায়ীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ওই গ্রামে প্রবেশ করে নদীর পাড়ের মানুষদের গালমন্দ করতে থাকে। এসময় তারা প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালিয়ে দেলোয়ার হোসেনের একটি এফজেটএস মোটরসাইকেল ভাংচুর করে। ওই সময় প্রতিবাদ করলে আজহারুল ইসলাম ও সুরুজ আলীকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে পরবর্তিতে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ৬ এপ্রিলের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি নিয়ে থানায় মামলা হয়েছে। শনিবার (১৫এপ্রিল) ময়মনসিংহ মেডিকেলে তিনি মারা গিয়েছেন এমনটাই। ময়মনসিংহ থেকে আমাদের কাছে এখনো কেনো কাগজপত্র আসেনি, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।