সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সুলেমানপুর বাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে মানুষের ভিড় বাড়ছে। দুপুর থেকে টিসিবির নৌকার সামনে দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছেন অনেক সক্ষম ক্রেতাও। উদ্দেশ্য-খাদ্যপণ্য কিনতে বাড়তি ব্যয় কমানো। নিন্মবিত্ত, হত-দরিদ্র, দিনমজুর বা ভাসমান ক্রেতারা সবাই হুমড়ি খেয়ে পড়ছেন কম দামে সরবরাহ করা টিসিবির পণ্য কিনতে। কিন্তু দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে পণ্যের মজুত শেষ হওয়ায় আগ-মুহুর্ত পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন তারা।

সরেজমিন রবিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার সুলেমানপুর বাজারে এ চিত্র দেখা গেছে। এসব স্থানে স্বল্পমূল্যের পণ্য নিতে এসেছেন স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্তের নিন্ম-আয়ের মানুষ। তবে সহজেই এই ভর্তুকি মূল্যের পণ্য পাওয়া যায় না। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে একসময় সিরিয়াল এলেও দেখা গেছে মানুষের দীর্ঘ সারি শেষ হওয়ার আগেই বিক্রি শেষ হয়ে যায় টিসিবির দৈনিক সরবরাহকৃত পণ্য।

টিসিবির পণ্য নিতে আসা সালামা আক্তার বলেন, এখানে কম দামে পণ্য পাওয়া যায়। এজন্য লাইনে দাঁড়িয়ে ছিলাম। শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়েছে। সিরিয়ালে আমার পালা এলে বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে পণ্য কিনতে পেরেছি। তাছাড়া সরবরাহ বাড়িয়ে বিক্রি করা উচিত। যাতে সবাই কিনতে পারেন।

টিসিবির পণ্য কিনতে আসা স্থানীয় বাসিন্দা মকবুল ইসলাম বলেন, টিসিবির পণ্যে মান আগের তুলনায় ভালো হয়েছে। বিশেষ করে তেল ও ডাল খুবই মানসম্মত। আবার দামও কম। তাই সুযোগ পেয়ে কম দামে পণ্য কিনলাম। আমার মতো অনেকেই টিসিবির পণ্য কিনে নিচ্ছে।

তাহিরপুরের টিসিবির ডিলার সামায়ুন কবির জানান, ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমে ব্যাপক সাড়া পাওয়া গেছে। ক্রেতাদের আগ্রহও বাড়ছে।

Share.
Leave A Reply

Exit mobile version