‘আগুনে আমার ভাইয়ের সব শেষ, আমার ভাইয়ের কী হবে এখন?’ বলে বারবার বিলাপ করেছেন নূপুর বেগম। নূপুর বেগমের মতো অসংখ্য মানুষ অসহায়ের মতো আর্তনাদ করে কষ্টের বহিঃপ্রকাশ করছেন।
শনিবার সকালে নিউমার্কেট এলাকায় সরেজমিন দেখা যায় যে, একদিকে আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিস, পুলিশ, সেনা ও নৌবাহিনীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবকরা। অন্যদিকে আগুনের ভেতর থেকে নিজের মালামাল বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করে যাচ্ছেন ব্যবসায়ী ও কর্মচারীরা।
নিউমার্কেটের সামনে আগুনের কথা বর্ণনা করতে গিয়ে নূপুর বেগম নামে একজন বলেন, আমার ভাইয়ের তিনটা কাপড়ের দোকান ছিল। সব শেষ। ভাইয়ের মুখ থেকে এখন কোনো কথা বের হচ্ছে না। এই ক্ষতি কীভাবে পোষাবে। আমার ভইয়ের কী হবে এখন?
এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ৫টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে একে একে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট যোগ দেয়। পাশাপাশি যোগ দেন সেনা, নৌ, বিজিবি, র্যাব, বিমানবাহিনীর সদস্যরা। এ ছাড়া ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন স্থানীয় ব্যবসায়ীরা।