অনলাইন ডেস্ক: কূটনৈতিকদের কাছে বিএনপির দৌড়ঝাঁপ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি দেশি-বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র করে। তাদের আস্থা শুধু বিদেশিদের উপর। অন্যদিকে আওয়ামী লীগের আস্থা জনগণের উপর।
শুক্রবার (১৪ এপ্রিল) সকালে ঢাকার কেরানীগঞ্জে কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, অসম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত করার ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। এদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, সম্প্রীতির বন্ধনকে যারা নস্যাৎ করতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। পাশাপাশি এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এ সদস্য।
সরকারের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, এক এগারোর কুশীলবরা বিএনপির সঙ্গে এক হয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে বর্তমান সরকারের কোনো বিকল্প নেই।
টিএমবি/এইচএস