শুভ তংচংগ্যা, বান্দরবান প্রতিনিধি: শুক্রবার সকালে জেলা প্রশাসন বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ বাংলা বর্ষবরণ উপলক্ষে বেলুন ও পায়রা উড়িয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় জেলায় সকল বসবাসকারী পাহাড়ি, বাঙ্গালী সকলেই বর্ণিল সাজে সজ্জিত হয়ে সম্প্রিতির মঙ্গল শোভাযাত্রায় সকালে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাটি সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ এটিএম কাউসার, জেলা পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, পিপিএম, স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ সহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
এদিকে মঙ্গল শোভাযাত্রা শেষে বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে কেএসআই এর অডিটোরিয়াম হলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শোভাযাত্রায় অংশগ্রহণ কারী এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
টিএমবি/এইচএসএস