স্বীকৃতি বিশ্বাস, যশোর: যশোর জেলার বেনাপোল পোর্ট থানা পুলিশ বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ বিপ্লব হোসেন (২৯)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত বিপ্লব উক্ত থানার রঘুনাথপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
আজ শুক্রবার (১৪ এপ্রিল) বিকাল আনুমানিক সাড়ে তিনটায় এ অভিযান পরিচালিত হয়।
ঘটনার বিবরণ অনুযায়ী বেনাপোল পোর্ট থানা পুলিশ আজ বিকাল সাড়ে তিনটায় রঘুনাথপুর (পূর্বপাড়া) অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিপ্লব হোসেনকে গ্রেফতার করে।
এ সংক্রান্ত বিষয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।
টিএমবি/এইচএসএস