মৌলভীবাজারে বর্ণাঢ্য কর্মসূচি অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা শুভ নববর্ষ ১৪৩০ উৎসব সকাল থেকে শুরু হয়েছে।

শুক্রবার সকালে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান নেতৃত্বে শহীদ মিনার প্রাঙ্গন থেকে শোভাযাত্রার বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে।

বর্ণাঢ্য র‌্যালীতে মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহামদ মোহসিন, জেলা পরিষদের চেয়ারম্যান মো: মিছবাউর রহমান,পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: আজমল হোসেনসহ বর্ণাঢ্য শোভাযাত্রায় শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী, পাবলিক লাইব্রেরি, ইসলামী ফাউন্ডেশন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, স্কুল এবং কলেজের নানা বয়সী মানুষ রং বেরঙের জমকালো পোষাক পরে বর্নিল সাজে যোগ দেয় নানা পেশা ও বয়সের মানুষ।

নতুন বছরকে বরণ করতে পৃথক পৃথক ভাবে জেলা প্রশাসন, পৌরসভা, সদর উপজেলা পরিষদ সহ বিভিন্ন অরাজনৈতিক সংগঠনগুলো ও দিনব্যাপী অনুষ্ঠান পালন করছে।

Share.
Leave A Reply

Exit mobile version