অনলাইন ডেস্ক: রাজধানী পুরান ঢাকার নবাবপুর সুরিটোলায় একটি টিনশেড গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস অধিদফতরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, বৃহস্পতিবার রাত ১০টা ৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
তিনি বলেন, রাজধানী নবাবপুর সুরিটোলায় গোডাউনে আগুন লাগার সংবাদ পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট পাঠানো হয়েছে।
এদিকে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
টিএমবি/এইচএস