অনলাইন ডেস্ক: ময়মনসিংহে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১৭ বছর পালিয়ে ছিলেন আমিরুল ইসলাম (৩৭) নামে ওই আসামি।
অবশেষে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুরের শ্রীপুরের বাঘের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। আমিরুল ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-১৪ সদর দপ্তরের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ২০০৫ সালের ১১ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর সানকিপাড়া এলাকা থেকে ৪৮ গ্রাম হেরোইনসহ আমিরুল হক সুমনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে সুমনসহ তার সঙ্গে অন্য মাদক কারবারি আ. ছাতির, ফরহাদ মিয়া, বাপ্পি রনি দাস, মানিক রনি দাস ও মোস্তাক আহম্মদের নাম উল্লেখ করে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠালে জামিনে মুক্ত হয়ে পালিয়ে যান সুমন।
এদিকে মামলাটি তদন্ত শেষে সুমনসহ অপর আসামিদের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এ মামলায় সুমনের বিরুদ্ধে ওঠা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মামলায় আসামিদের বেকসুর খালাস দেন বিচারক।
র্যাবের এই কর্মকর্তা বলেন, সুমন গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১৭ বছর দেশের বিভিন্ন জায়গায় নিজের পরিচয় গোপন করে ছদ্মবেশে পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের শ্রীপুর থানাধীন বাঘের বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
টিএমবি/এইচ