স্টাফ রিপোর্টার : মাস্টাররোলে টিপ সই জালিয়াতির মাধ্যমে ভিজিএফের চাল বিতরনের অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) নেত্রকোনা মদন উপজেলায় নায়েকপুর ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের টিপসহি নিয়েও ১০ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হয়নি এমন অভিযোগ পাওয়া গেছে। সংশিষ্ট ইউপির চেয়ারম্যান হলেন মুসলিম উদ্দিন ভুঁইয়া। জানা যায় ওইদিন এক হাজার ৭৮২ জন ভুক্তভোগীর জন্য ৫৯৪ বস্তা চাল বিতরন করা হয়েছে সংশ্লিষ্ট ইউপিতে।
সংশ্লিষ্ট ইউপির তিন নম্বর ওয়ার্ড মেম্বার এলাই মিয়া জানান, ৬৭টি কার্ডের মধ্যে কিছু সংখ্যক লোকজন চাল পেয়েছে। টোকেন রেখে অনেক ভুক্তভোগীদের চাল দেওয়া হয়নি। ৩০ জন ভুক্তভোগীর স্বাক্ষর ও টিপসহি রেখে তাদেরকেও চাল দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, মাস্টাররোলের কপি ইউএনওর কাছে পাঠাতে হবে বলে আগের দিন আমাদের (মেম্বার) কাছ থেকে স্বাক্ষর নিয়ে নেন চেয়ারম্যান। আমরা না জেনে ও বুঝে মাস্টাররোলে সই করে দেই। এখন ভুক্তভোগীরা রোজা রেখে সারাদিন রোদে দাঁড়িয়ে চাল না পেয়ে বাড়ি ফিরেছে। আগামী রবিবার চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও মহোদয়ের কাছে লিখিত অভিযোগ দায়ের করার কথা জানা তিনি।
ট্যাগ অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী জানান, সকাল পৌনে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অবস্থান করি। অনিয়ম কিছু পায়নি। যারাই আসছে তাদেরকে চাল দেওয়া হয়েছে। শেষের দিকে যাদের টোকেন ছিল না এ ধরনের লোকজনকেও চাল দেওয়া হয়েছে।
তালিকার বাহিরে চাল বিতরনের নিয়ম রয়েছে কিনা প্রতিবেদকের এমন প্রশ্নে ট্যাগ অফিসার বলেন, আমি তো রাত পর্যন্ত থাকবো না। অবিতরনকৃত বস্তা রেখে আসলে পরে কোন ধরনের ঘটনা ঘটবে কে জানে? ভুক্তভোগীদের তালিকা চেয়ারম্যান ও মেম্বার সাহেবেরা তৈরি করে টোকেন বিতরন করেছে। টোকেন কেউ পেয়েছে আবার কেউ হয়তো না পেয়ে থাকতে পারে। তাদের জন্য তো রাতের বেলায় বসে থাকতে পারবো না। এ নিয়ে নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি।
নায়েকপুর ইউপির চেয়ারম্যান মুসলিম উদ্দিন ভুঁইয়া এ বিষয়ে বলেন, ইউপির পুরুষ ও মহিলা সদস্য তারা তাদের মাঝে গন্ডগোল। তালিকায় তারা (মেম্বারগণ) নাম দিয়েছে। মাস্টাররোলে তারা (মেম্বাররা) স্বাক্ষর দেখেছি নাকি। তারা মাস্টারোলে ভুয়া দস্তখত দেখাতে পারলে যেকোন বিচার মেনে নেব। ট্যাগ কর্মকর্তার তিনজনের টিপ সই রেখে তিনজনকে একবস্তা করে চাল দিতে বলেছে। সেভাবেই কাজ করেছি।
মদনের ইউএনও তানজিনা শাহরীন জানান, ঘটনাটি শোনেছি। চেয়ারম্যান, ট্যাগ অফিসার ও ভুক্তভোগীদের আগামিকাল (শুক্রবার) আসছে বলেছি। তাদের সাথে কথা বলবো। টিপ সইগুলো যাচাই করে দেখা হবে জানান তিনি।