মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জ কটিয়াদীতে সরকারি ভিজিএফ এর ৫৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদ সংলগ্ন ৩টি বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করেন ইউএনও খানজাদা শাহরিয়ার বিন মান্নান।
জানা গেছে, আসন্ন ঈদ উপলক্ষে উপজেলার ইউনিয়ন সমূহের গরিব-অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার বনগ্রাম ইউনিয়নের ভিজিএফের চাল ইউনিয়ন পরিষদের আশেপাশের কয়েকটি বাড়িতে মজুদ রাখা আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫৫ বস্তায় আড়াই টন ভিজিএফের চাল জব্দ করা হয়। জব্দ করা চাল কটিয়াদী মডেল থানায় জমা রাখা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
অভিযানকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, কটিয়াদী থানার ওসি (তদন্ত) কাজী মো. মাহফুজ হাসান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে বনগ্রাম ইউপি চেয়ারম্যান বলেন, আমার ইউনিয়নের ৬ হাজার ৫০০ ভিজিএফ এর কার্ডধারী রয়েছে । এর মধ্যে গত বুধবার ৩ হাজার ও আজ বৃহস্পতিবার ৩ হাজার ৫০০ উপকারভোগীর মাঝে ১০ কেজি করে ভিজিএফ‘র চাল বিতরণ করেছি। আমি সারাদিন ইউনিয়ন পরিষদে ভিজিএফ‘র চাল বিতরণ কাজে ব্যস্ত ছিলাম। ইউনিয়ন পরিষদের বাইরে এসব বাড়িতে কিভাবে চাল গেল সে ব্যাপারে আমি কিছু জানিনা। তবে অনেক উপকারভোগী তাদের চাল বেপারীদের কাছে বিক্রি করে দেন।
উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment