দ্যা মেইল বিডি ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় এক কিশোরীকে গণধর্ষণের মামলার অন্যতম আসামি রকি দত্তকে খাগড়াছড়ি থেকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রকি দত্ত আনোয়ারা উপজেলার সিংহরা এলাকার বিধান দত্তের ছেলে।
র্যাব জানায়, ভুক্তভোগী কিশোরী আনোয়ারা উপজেলার বাসিন্দা। ঐ কিশোরী ও রকি দত্তের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। গত ১৫ মার্চ কিশোরীকে বেড়ানোর কথা বলে পারকি সমুদ্রসৈকতে নিয়ে যান রকি। সেখান থেকে ইছামতি এলাকায় নিয়ে যান।
ঐ এলাকায় আগে থেকে অবস্থান করছিলেন রকির তিন সহযোগী পলাশ, শীপঙ্কর ও চন্দন। যাওয়ার পর সবাই মিলে কিশোরীকে ধর্ষণ করেন। একপর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে কিশোরীকে ফেলে পালিয়ে যান তারা। পরে তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয় পুলিশ। এ ঘটনায় আনোয়ারা থানায় মামলা করেন ভুক্তভোগী কিশোরী।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার জানান, মামলার পর গ্রেফতার এড়াতে আত্মগোপন করেন আসামিরা। আনোয়ারা থানা পুলিশ কর্তৃক তিন আসামি পলাশ, শীপঙ্কর ও চন্দন গ্রেফতার হলেও পলাতক ছিলেন মূল পরিকল্পনাকারী রকি দত্ত। তাকে গ্রেফতারে ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে র্যাব। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ির মহিলা কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে রকিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের বিষয়টি স্বীকার করেন রকি। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
টিএমবি/এইচ