জসিম উদ্দীন, নেত্রকোণা
পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। পুরাতনকে ঝেড়ে ফেলে নতুন বছরকে বরণ করে নিতে নেত্রকোণা সরকারি কলেজ ক্যাম্পাসে চলছে বর্ষবরণের প্রস্তুতি।
এ উৎসবকে বরণ করে নিতে ব্যস্ত সময় পার করছেন নেত্রকোণা সরকারি কলেজ এর বাংলা বিভাগের শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, কলেজের বাংলা বিভাগের সেমিনারে মাদুর বিছিয়ে শিক্ষার্থীরা কাজ করছেন।
নানারকম ছবি আঁকছেন তারা, কেউবা গভীর মনযোগ দিয়ে জলরঙের ছবি আঁকতে মগ্ন। কেউবা নকশা করছেন মাটির এবং বাশের তৈরি সারন্জামে ।
উল্লেখ্য যে ১লা বৈশাখে বরণ করে নিতে শুক্রবার সকাল ৭:০০ ঘটিকায় বাংলা বিভাগের আয়োজনে রাখি বন্ধন। কলেজ প্রাঙ্গনে সকাল ৯:০০ ঘটিকায় জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশন। ৯:১০ য়ে মঙ্গল শোভাযাত্রা আয়োজন সহ বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
বাংলা বিভাগের শিক্ষার্থী স্বর্ণালী স্বর্ণা বলেন, ধর্ম-সম্প্রদায় নির্বিশেষে বাংলা ভূখণ্ডের সব মানুষের উৎসব পহেলা বৈশাখ।
আমাদের কথাবলা বা ভাষা, সামাজিক রীতিনিতি, শিষ্টাচার সবকিছু মিলেই সংস্কৃতি। সকল সংস্কৃতির মূলে রয়েছে কৃষি। একথা মনে রাখলেই পহেলা বৈশাখের গুরুত্ব উপলব্ধি করা যাবে।
প্রতিবছর বর্নিল সাজে আমাদের ক্যাম্পাস নিজেদের হাতের রংতুলির ছোঁয়ায় রাঙিয়ে তুলি ।
বিশ্ব যখন মহামারীতে থমকে তখনও ভার্চুয়ালি আমরা মিলিত হয়েছিলাম অনেকেই।
বৈশাখ আমাদের প্রাণের উৎসব, সবাই একসঙ্গে মিলে আনন্দ করি। গতবছরের ন্যায় এইবছরও রমজান মাসের মধ্য দিয়েই এবারও পহেলা বৈশাখ দিনটিতে আমরা সকলে মিলে একসাথে হচ্ছি। সকল গ্লানি, ক্লান্তি ভুলে গিয়ে নতুন ভাবে বরণ করে নিচ্ছি, ১৪৩০ বর্ষবরণ।
বৈশাখের আনন্দ টা আমরা রাখি বন্ধনের মধ্যে দিয়েও উদযাপন করে থাকি,এবছরও আমরা রাখি বন্ধনের মধ্যে দিয়ে নতুন ভাবে শুরু করব।