আরিফুর রহমান, ঝালকাঠি।।
ঝালকাঠির নলছিটিতে কৃষি বিভাগের স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) প্রকল্পের আওতায় কৃষক ব্যবসায় স্কুলের মাঠ দিবস এবং কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় একদিন ব্যাপী কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার জোয়ার আওরাবুনিয়া গ্রামে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) ইসরাত জাহান মিলি, নলছিটি উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু জাফর মো. ইলিয়াস প্রমুখ।
এছাড়াও সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগী কৃষক-কৃষাণীবৃন্দ উপস্থিত ছিলেন।