লিমন সরকার, ঠাকুরগাও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আদিবাসীদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পীরগঞ্জ প্রেস ক্লাব হলরুমে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আয়োজন এই সভা হয়।
পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুলের সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইএসডিও প্রেমদীপ প্রকল্পের সমন্বয়নকারী সেরাজুস সালেকিন, পীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের ম্যানেজার অরুন চন্দ্রশীল, সিনিয়র সাংবাদিক দীপেন রায়, পীরগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক বিষ্ণু পদ রায়, সাংবাদিক দেলোয়ার হোসেন দুলাল সরকার, সংস্থার ডেভেলপমেন্ট অফিসার রওশন জামাল চৌধুরী, সাংবাদিক মুনছুর আহম্মেদ,বাদল হোসেন, আদিবাসী নেত্রী বাহামুনী মর্মু, ক্লারা টুডু, রেখা রানী ও সুমী হেমব্রম প্রমুখ।
সভায় আদিবাসীদের শ্মশান ঘাট, নিজস্ব সংস্কৃতি ও ভাষা, তৈরি পন্য মাকেটিং ও সরকারি সুযোগ সুবিধা বিষয়ে বিশদ আলোচনা করে সাংবাদিকদের লেখনির মাধ্যমে সহযোগিতা কামনা করেন ।
দ্যা মেইল বিডি/এইচএসএস