স্টাফ রিপোর্টার : পৃথক পৃথক অভিযানে দুজন সাজাপ্রাপ্ত আসামি ও ছয়জন জুয়ারিকে গ্রেফতার করেছে নেত্রকোনা মডেল থানা-পুলিশ। জিআর সাজাপ্রাপ্ত দুজন হলেন- ইসলামপুর এলাকার মৃত মনফর আলীর ছেলে মো. সেন্টু মিয়া ও লক্ষীগঞ্জ গ্রামের আবুল বাশারের ছেলে ইমন মিয়া।
এ ছাড়াও গ্রেফতারকৃত জুয়ারিরা হলো- পশ্চিম উলুয়াটি গ্রামের বকুল মিয়ার ছেলে রুমন আলী, মৃত রহমান মিয়ার ছেলে জিনু মিয়া, মৃত আব্দুল গণির ছেলে বোরহান উদ্দিন, বটু রবি দাসের ছেলে মন্টু রবি দাস, আব্দুর রহমানের ছেলে হানিফ মিয়া ও আব্দুল মজিদের ছেলে আলম খান।
এ সব তথ্য নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক জানান, গ্রেফতারকৃতদেরকে বুধবার (১২ এপ্রিল) দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে গত ২৪ ঘন্টায় নেত্রকোনা সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।