নৌকার সামনের পাটাতনে একটি কুমির। সেটিকে তাড়ানোর চেষ্টা করছেন দুই যুবক। একজন রীতিমতো ‘বক্সিং’ করে কুমিরটিকে সরানোর চেষ্টা করেন। একপর্যায়ে সেটির লেজ ধরে পানিতে ফেলে দেন আরেক যুবক।
এ ঘটনার একটি ভয়ংকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি যুগান্তর।
৭ এপ্রিল ‘হিউমান্স আর মেটাল’ নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে কুমিরের সঙ্গে ‘বক্সিংয়ের’ ভিডিও শেয়ার করা হয়। ভিডিওতে নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। সেখানে দাবি করা হয়েছে ঘটনাটি আমেরিকার ফ্লোরিডার।
১৩ সেকেন্ডের ওই ভিডিওটি ৩৫ লাখ বার দেখা হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই যুবকের এ ধরনের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ বলেছেন, বিপদ আছে জেনেও এভাবে ঝুঁকি নেওয়া উচিত হয়নি।
ভিডিওতে দেখা গেছে, নৌকার মধ্যে বিশাল আকারের একটি কুমিরকে তাড়ানোর চেষ্টা করছেন এক যুবক। কুমিরটির মুখ খোলা। যুবককে কুমিরের খুব কাছে যেতে দেখা গেল। যেকোনো মুহূর্তে কুমিরটি হামলা করতে পারত। এটা জানার পরও ঝুঁকি নিয়ে কুমিরটিকে তাড়ানোর চেষ্টা করেন তিনি। একটা সময় তাকে দেখা যায় কুমিরের সঙ্গে ‘বক্সিং’ করতে। পরে আরেক যুবক লেজ ধরে উল্টে কুমিরটিকে পানিতে ফেলে দেন।