আজ বুধবার ১১ এপ্রিল বিকাল ৩:৩০ ঘটিকার সময় ফেনী সদর থানাধীন এস.এস.কে রোডে দিলদার টাইলস ভবনের চতুর্থ তলায় ফোকাস কোচিং সেন্টারে একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান চলাকালীন সময়ে জামায়াত শিবির সমর্থিত মনে করে ৬০-৭০ জন ছাত্রদেরকে ফেনী পৌরসভার ১৬ নং ওয়ার্ডের ছাত্রলীগের ৪০-৫০ জন নেতাকর্মীগণ একত্রিত হয়ে ফোকাস কোচিং সেন্টারে অবস্থিত ছাত্রদেরকে বাহির থেকে তালা বন্ধ করে দেয়৷
স্থানীয় ছাত্রলীগের নেতা কর্মীরা পুলিশকে জানালে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে জেলা গোয়েন্দা শাখা পুলিশ ও ফেনী শহর পুলিশ ফাড়ির ইনচার্জ,ফেনী মডেল থানা পুলিশ উপস্থিত হয়ে ফোকাস কোচিং সেন্টারের দরজা খুলে দেয়৷
পরবর্তীতে ফোকাস কোচিং সেন্টারে অবস্থানরত ছেলেদের কে যাচাই বাছাই করে ২৬ জন জামায়াত- শিবির সমর্থিত সদস্যকে আটক করে থানা নিয়ে আসা হয়।