শুভ তংচংগ্যা, বান্দরবান প্রতিনিধি: আজ মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে বান্দরবান অরুন সারকী টাউন হল চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৭২৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন।
পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার ছাত্র ছাত্রীদের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোট ৬৩ লাখ ৪৩ হাজার টাকা শিক্ষাবৃত্তিপ্রদান করা হয়। এবারে কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এককালীন ৭ হাজার টাকা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ১০ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে খুবই আন্তরিক এবং সরকারের সদিচ্ছার কারণেই পার্বত্য এলাকার শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্বত্য এলাকার জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠন করেছিলেন আর তারই কারণে আজ এই বোর্ডের মাধ্যমে শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে।
এসময় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. নুরুল আলম চৌধুরীর। আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য পরিকল্পনা (উপ-সচিব) মোঃ জসীম উদ্দিন, বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো.ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আবছারসহ সরকারী উর্ধতন কর্মকর্তা।
দ্যা মেইল বিডি/এইচএসএস