অনলাইন ডেস্ক: দুর্নীতির মামলায় পলাতক হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের আইনি লড়াইয়ের সুযোগ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
তিনি বলেন, দেশে ফিরে আত্মসমর্পণ না করলে প্রচলিত আইন অনুযায়ী পলাতক ধরে নিয়ে আসামিদের বিরুদ্ধে বিচারকাজ চলতে আইনগত কোনো বাধা নেই।
সোমবার (১০ এপ্রিল) বিচারিক আদালতে আত্মসমর্পণ ছাড়া, যুক্তরাজ্যে বসে আইনি লড়াইয়ের সুযোগ আছে কি না, সাংবাদিকদের করা এ প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।
পলাতক আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ করে আইনি লড়াইয়ের কোনো বিধান নেই বলেও জানান তিনি।
তারেক রহমানের আইনজীবীদের করা এক আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ বিষয়ে আদেশের জন্য ওইদিন ধার্য করেছেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, দেশের প্রচলিত আইনে এর কোনো সুযোগ নেই।
টিএমবি/এইচ