এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরে র্যাবের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ফেন্সিগ্রিপ সহ একজন কারবারিকে আটক করা হয়েছে।
র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, দিনাজপুর জেলার সদর উপজেলাধীন রামসাগর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে, সোমবার (১০ এপ্রিল) বিকেলে দিনাজপুর জেলার সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ মহরমপুর (রামসাগর) এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক কারবারি মোঃ আরিফ হোসেন ওরফে আরিফুল ইসলাম (৩২) কে আটক করা হয়। এসময়, তার কাছ থেকে ৯৬ বোতল মাদকদ্রব্য ফেন্সিগ্রীপ উদ্ধার করা হয়। আটককৃত কারবারি দিনাজপুর জেলার সদর উপজেলাধীন নিশ্চিন্তপুর এলাকার মৃত লিয়াকত আলীর পুত্র।
আটককৃতের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
দ্যা মেইল বিডি/এইচএসএস